দোয়ারাবাজারে অবৈধ বালু বোঝাই পিকআপসহ একজন আটক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহণের সময় একটি পিকআপভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নরসিংপুর দাখিল মাদ্রাসার সামনে পাকা রাস্তা থেকে এ অভিযান চালানো হয়।
অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ মরাচেলা নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ৫০ ঘনফুট বালু ভর্তি একটি পিকআপভ্যান জব্দ করে। এ সময় পিকআপে থাকা মো. সিরাজ মিয়া (৪৫), পিতা মৃত মাহমুদ আলী, গ্রাম- পূর্ব চারগাঁও, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া স্বীকার করেন যে তিনি মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাড়িতে করে বহন করছিলেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক জানান, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রয়োজনে এটি আরও সংক্ষিপ্ত বা ওয়েব সংস্করণের মতো বানিয়ে দিতে পারি।

No comments: