সংবাদ শিরোনাম

recent

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক :

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো আকিব মিয়া (৫) ও তানভীর হোসেন (৫)। আকিব উপজেলার শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে। সে মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল। অন্যদিকে তানভীর মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে মির্জাকান্দা গ্রামে লিল মিয়ার বাড়িসংলগ্ন পুকুরপাড়ে খেলতে যায় আকিব ও তানভীর। সেখানে কয়েকজন শিশুর সঙ্গে খেলার একপর্যায়ে দুজনই পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা বড়দের খবর দিলে তাঁরা আকিব ও তানভীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মির্জাকান্দা গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আলমাছ মিয়া বলেন, ঘটনাস্থলে ছোট ছোট শিশুরাই ছিল। এ কারণে কেউ কাউকে রক্ষা করতে পারেনি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু Reviewed by প্রান্তিক জনপদ on 7/03/2025 07:45:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.