সংবাদ শিরোনাম

recent

তরুণ সমাজ সেবক রহমানের সৌজন্যে ইফতার মাহফিল

 
জনপদ ডেস্ক :

পান্ডারগাঁও ইউনিয়নের তরুণ সমাজ সেবক ও সম্ভাব্য ইউনিয়ন  চেয়ারম্যান পদপ্রার্থী অলিউর রহমানের অর্থায়ন ও ব্যবস্থাপনায় ১৪ রমজান, শনিবার বিকেলে স্থানীয় হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয় মাঠে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান আঙ্গুরের সঞ্চালনায় ও শ্রীপুরবাজার জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও ব্যবস্থাপক অলিউর রহমান,দোয়ারাবাজার প্রেসক্লাবের আহবায়ক মাস্টার কামাল উদ্দিন, শ্রীপুরবাজার স্ট্যান্ডের সভাপতি আরশ আলী, হাজী কনুমিয়া হাইস্কুলের এডহক কমিটির সভাপতি মাস্টার সবুজ মিয়া, দারুল আকরাম ইবতেদায়ী মাদ্রাসা শ্রীপুর এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল হক, স্বাস্থ্য সহকারী লাল মিয়া, স্বাস্থ্য সহকারী আব্দুল কাইয়ুম আনছারী, পরিসংখ্যান অফিসার মুশাহিদ আল মামুন,সাংবাদিক শানুর ওয়াদুদ সাগর ।


ক্বারী আবু হাফস মোহাম্মদ মনসুরের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হলে এতে আরও বক্তব্য রাখেন শুকুর আলী,মকদ্দুস আলী,মুশাহিদ আলী,আব্দুর রহিম প্রমুখ। 

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তরুণ সমাজ সেবক রহমানের সৌজন্যে ইফতার মাহফিল Reviewed by প্রান্তিক জনপদ on 3/15/2025 09:07:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.