পান্ডারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৪ রমজান, শনিবার বিকেলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পান্ডারগাঁও ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার সাবেক মজলিসে শুরার অন্যতম সদস্য ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাটি ও মানুষের নেতা ডা.আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন, পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন।
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি লোকমান আহমদের পরিচালনায়আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মালিক,মাওলানা বিল্লাল হোসেন বেলালীসহ স্থানীয় নেতৃবৃন্দ। শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।

No comments: