সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

 


দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।



 রবিবার (১৬ মার্চ) দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয় ।


ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী,


 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশন'র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন। 


উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ'র সভাপতিত্বে ও  সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন'র সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এমদাদুর রহমান, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক  দলের আহ্বায়ক এরশাদ রহমান মেম্বার, সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সালাwম আল মাদানী বলেন, মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করা হয়েছে। মানুষ যেন সঠিক পথে চলতে পারে, সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা রয়েছে পবিত্র কুরআনে। আল্লাহ তায়ালা বলেন এই রমজানে পবিত্র কুরআন নাযিল করেছি যাতে তোমরা মোত্তাকি হতে পারো। রমজান মাসে আমাদের শিক্ষা নিতে হবে যে, আমরা একে অপরের উপর জুলুম করবো না। আমরা অন্যের হক নষ্ট করবো না। এসময় তিনি সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে  যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মোশাররফ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, 

উপজেলা ক্ষুদ্র প্রকল্প কর্মকর্তা সাহিনুর রহমান,

উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের সিএ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র চিকিৎসক ডাঃ হাসান মাহমুদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার সরকারি -বেসরকারি দপ্তরের  বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সাংবাদিক প্রমুখ।

দোয়ারাবাজারে জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল Reviewed by প্রান্তিক জনপদ on 3/17/2025 04:48:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.