ইদুল ফিতর উপলক্ষে গরিব ও হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক বিতরণ
প্রান্তিক ডেস্ক: লন্ডন প্রবাসী ফজল উদ্দিন, আবতার হোসেন ইকবাল ও কুয়েত প্রবাসী আব্দুল মুছাব্বির অর্থায়নে এবং "প্রান্তিক জনপদ' পত্রিকার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের ব্যবস্থাপনায় ইদুল ফিতর উপলক্ষে গরিব ও হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলার স্থানীয় হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ে আয়োজিত উক্ত বিতরন কর্মসূচীতে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী ও হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ের দাতা সদস্য জনাব সফিক উদ্দিন।
"প্রান্তিক জনপদ'এর বার্তা সম্পাদক তাওহীদুল আলম শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন কুয়েতপ্রবাসী ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুছাব্বির, ওয়েল ফেয়ার সোসাইটি পান্ডারগাঁও ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশির, তরুণ সংগঠক জসিম উদ্দিন সাগর প্রমুখ। পান্ডারগাঁও ইউনিয়ের বিভিন্ন গ্রামের মোট ৭২ পরিবারকে উক্ত ফুডপ্যাক প্রদান করা হয়।
ইদুল ফিতর উপলক্ষে গরিব ও হতদরিদ্রদের মাঝে ফুডপ্যাক বিতরণ
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/02/2022 12:01:00 AM
Rating:

Other more unique examples embody the groundbreaking Live Craps or even stay slots. Casino sport exhibits are another well-liked pattern in latest times. Here is why everybody should attempt stay casino games at 1xbet korea our beneficial list of casinos. 7 Reasons to Play Live CasinosHere is why everybody should attempt stay casino games at our beneficial list of casinos. Of course, our requirements are as high as they will fairly be, and we always strive for honesty and integrity.
ReplyDelete