সংবাদ শিরোনাম

recent

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দাফন সম্পন্ন


প্রান্তিক ডেস্কঃ হাজারো মানুষের অংশগ্রহণে বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল  রোববার যোহরের নামাজ শেষে দুপুর আড়াইটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়। পরে ৩টার দিকে সিলেট নগরীর রায়নগরে মুহিত পরিবারের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টায় এই ভাষাসৈনিকের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে সেখানে হাজারো মানুষের ঢল নামে। ফুলে ফুলে সিলেট নগরবাসী শেষবিদায় জানান এই প্রাজ্ঞ রাজনীতিবিদকে।

সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশকারী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার রাত ১১টা ৫৬ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

গত শনিবার ঢাকায় গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা এবং ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ শেষে তার মরদেহ সিলেট নেওয়া হয়

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দাফন সম্পন্ন Reviewed by প্রান্তিক জনপদ on 5/02/2022 10:39:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.