সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু স্বামী আটক

প্রান্তিক ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় শনিবার (১২ মার্চ) রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মর্তুজ আলী'র ছেলো আসকর আলীর দ্বিতীয় স্ত্রী রিনা বেগম(৪০) সাংসারিক বিষয় (বাজার থেকে কিনে আনা পানের ভাগ বাটোয়ারা নিয়ে) শ্বাশুড়ীর সাথে কথা কাটাকাটি করেন। এসময় স্বামী আসকর আলী ও রিনা বেগমের মাঝে পাল্টাপাল্টি গালিগালাজ শুরু হয়। এর একপর্যায়ে রিনা বেগম কে পেটে লাথি ও মারধর করেন স্বামী আসকর আলী। পরে আহত অবস্থায় রিনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল তিনি মৃত্যু বরন করেন। এঘটনায় স্বামী আসকর আলী (৪৫) কে আটক করেছে পুলিশ। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলের নিহত রিনা বেগমের আত্মীয় স্বজনের অভিযোগের প্রেক্ষিতে স্বামী আসকর আলী'কে সুনামগঞ্জ সদর থানা পুলিশ আটক করেছ।

 

দোয়ারাবাজারে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু স্বামী আটক Reviewed by প্রান্তিক জনপদ on 3/15/2022 08:07:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.