সর্বস্তরে পূর্ণাঙ্গরূপে বাংলাভাষা চালু ভাষা দিবসের একান্ত দাবি
প্রতিভা সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক অবসর প্রাপ্ত সেনাসদস্য আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন হাফেজ আবদুল লতিফ, হাজী আতাউর রহমান, আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমান, নসকস সভাপতি শফিকুল ইসলাম, সদস্য মকবুল হোসেন, আব্দুল মনাফ, মাওলানা সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাংবাদিক সোহেল মিয় প্রমুখ।
স্থানীয় নরসিংপুর বাজারে প্রতিভার নিজস্ব কার্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করে।
আজ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অন্যান্য কর্মসূচি ছিল দেশের গাণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা প্রভৃতি। অত:পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
কর্মসূচির দ্বিতীয়াংশে সন্ধ্যায় ছিল - কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের নিয়ে প্রানবন্ত সাহিত্য আড্ডা। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিভা সেক্রেটারী বিশিষ্ট ব্যাংকার হোসাইন আহমেদ।
No comments: