সংবাদ শিরোনাম

recent

জ্ঞান অন্বেষণের ব্রত নিয়ে পান্ডারগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরী'র উদ্বোধন


প্রান্তিক ডেস্ক: বাঙালির বীরত্বের বিরল সম্মানের অমর একুশের প্রথম প্রহরে-ভিনগোলার্ধ এর উদ্যোগে হাতের দোরগোড়ায় জ্ঞান অন্বেষণের ব্রত নিয়ে পান্ডারগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরী'র উদ্বোধনী করা হয়। 
পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহিদ বই-রাজ্য লাইব্রেরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক ফয়ছল আহমদের পরিচালনায় বই-রাজ্যের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল হেরা জামেয়ার সিনিয়র শিক্ষক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও প্রান্তিক জনপদ পত্রিকার সম্পাদক মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক ওলিউর রহমান, ওয়ালিদ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান আঙ্গুর, লাল মিয়া, আব্দুস শুকুর, আবুল হাসনাত, মোহাম্মদ আলী প্রমুখ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন- সাহিত্য ও সঙ্গীত মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দৈনন্দিনের জ্ঞান অন্বেষণের সানিধ্যে বই-রাজ্য'র এই লাইব্রেরি সহায়ক ভূমিকা রাখবে। বই-রাজ্যর এই প্রয়াস প্রজন্মকে সাহিত্য ও সঙ্গীতের চর্চায় উজ্জীবিত করে সঠিক পথে পরিচালিত করবে।

জ্ঞান অন্বেষণের ব্রত নিয়ে পান্ডারগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বই-রাজ্য উন্মুক্ত লাইব্রেরী'র উদ্বোধন Reviewed by প্রান্তিক জনপদ on 2/21/2022 09:58:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.