সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ১৩ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি

প্রান্তিক ডেস্ক : দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের স্থানীয়  মঙ্গঁলপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে  তিনটি সিএনজি একটি গ্যারেজ  ও একটি মেশিনারিজ দোকান পুড়ে  ১৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। 

স্থানীয়রা জানান, গতকাল (১৭ ফেব্রুয়ারি)  মধ্যরাতে আগুন লেগে চমক আলীর মালিকানাধীন গ্যারেজ ও জাহাঙ্গীর আলমের মেশিনারিজ দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। রাত প্রায় আড়াইটায় গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে তিনটি সিএনজি ও আতর আলীর ছেলে জাহাঙ্গীরের  লক্ষাধিক  টাকার পার্টস জাতীয় মালামালের ক্ষতি সাধন হয়েছে। 

কীভাবে আগুন লেগেছে এমন প্রশ্নের জবাবে তারা কিছুই বলতে পারছেনা। প্রত্যেক্ষদর্শিরা বলেছেন এটা দুর্ঘটনা। ধারনা করা হচ্ছে সিএনজির গ্যাস, ব্যাটারি অথবা বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্ন করেছেন।। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনূব্দি কিছু জানাযায়নি। কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ১৩ লক্ষাধিক টাকা ক্ষয় ক্ষতি Reviewed by প্রান্তিক জনপদ on 2/18/2022 10:06:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.