সংবাদ শিরোনাম

  

সত্যের সন্ধানে, পর্ব-৩১ আলী ইব্নুল মাদীনী (র)

 

সত্যের সন্ধানে, পর্ব-৩১ 

।। ইমাম মাওলানা এম. নুরুর রহমান।।

আলী ইব্নুল মাদীনী (র)

আলী ইব্নুল মাদীনী (র) (মৃ.১৬১/৭৭৮-মৃ.২৩৪/ ৮৪৯)-এর পুরো নাম আলী ইব্ন আবদিল­াহ ইব্ন জাফর আস্-সাদী আল্-মাদীনী আল্-বসরী। ইব্নুল মাদীনী সংক্ষিপ্ত নামেই তিনি পরিচিত। আবুল হাসান তাঁর কুনিয়াত । তিনি ইমাম আল-বুখারী (র)-এর উস্তাদ ও তাঁর যুগের ম্রেষ্ঠ হাফিযে হাদীস ছিলেন । হাদীস গ্রহরেণর ব্যাপারে তিনি খবই সতর্কতা অবলম্বণ করতেন। তিনি রিজাল শাস্ত্রের একজন বিখ্যাত ইমাম ছিলেন। ইলমে হাদীসের বিভিন্ন বিষয়ের উপর তিনি বহু সংখ্যক গ্রন্থ প্রণয়ন করেছেন । ইতোপূর্বে অপর কোন মুহাদ্দিসই এ বিষয়ের কোন গ্রন্থ রচনা করেননি। ইমাম আন্-নাবাবী (র)-এর মতে তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় দুশর কাছাকাছি । তাঁর রচিত কয়েকটি উলে­খযোগ্য গ্রন্থের নাম নিম্নে উলে­খ করা হল:

আল-আসামী ওয়াল কুনাএটি আট খন্ডে বিভক্ত। আত-তাবাকাত এটি দশ খন্ডে বিভক্ত কাবাইলুল আরাবএটি ও দশ খন্ডে বিভক্ত । আত‘-তারীখএটি দশ খন্ডে বিভক্ত । কিতাবু ইলালি মুসনাদএটি ত্রিশ খন্ডে বিভক্ত।কিতাবুল কুনা এটি পাঁচ খন্ডে বিভক্ত । কিতাবু ইখতিলাফিল হাদীসএটি পাঁচ খন্ডে বিভক্ত । কিতাবু মাযাহিবিল মুহাদ্দিসীন এটি ত্রিশ খনোড বিভক্ত ইত্যাদি। তাঁর রচিত এ সব গ্রন্থই ইলমে হাদীসে তাঁর পান্ডিত্যের ইঙ্গিত বহন করে।  

চলবে

লেখক: বহুগ্রন্থ প্রণেতা

ইমাম মাওলানা এম. নুরুর রহমান

সেক্রেটারি:

শারীয়া কাউন্সিল ব্যাডফোরড ও মিডল্যনড ইউ কে- 

ইমাম ও খাতিব:

মাসজিদুল উম্মাহ লুটন ইউ কে

সত্যয়ান কারী চেয়ারম্যন:

নিকাহ নামা সার্টিফিকেট ইউ কে

 প্রিন্সিপাল:

আর রাহমান একাডেমি ইউ কে

পরিচালক:

আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউ কে

📞07476136772 📞 07476 961067

nrahmansky@googlemail.com

Arrahmaneducationtust@gmail.com

https://www.facebook.com/Imam.Nurur

https://www.facebook.com/ARET.OR.UK/

https://www.youtube.com/user/nurur9

সত্যের সন্ধানে, পর্ব-৩১ আলী ইব্নুল মাদীনী (র) Reviewed by প্রান্তিক জনপদ on 5/26/2021 01:05:00 AM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.