সংবাদ শিরোনাম

recent

মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমিমুল ইহসান মুজাদ্দেদি আল বারকাতী রহমাতুল্লাহ আলাইহি:ইলমুল হাদীসে তাঁর অবদান

 


---প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

চেয়ারম্যান

আল হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

বাংলাদেশ

 

ভূমিকা(Introduction)

বিংশ্ব শতাব্দীর প্রথম দিকে পাক ভারত উপমহাদেশে যে সকল আলিমগণ ইলমুল ফিকহ ,হাদীস,তাফসীর এবং গ্রন্থ রচনা করে বিখ্যাত হয়েছেন মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান মুজাদ্দেদি আল বারকাতী রহমাতুল্লাহ আলাইহি ইবন আব্দুল মান্নান তাদের মধ্যে অন্যতম। তিনি এক দিকে খতীব, মুহাদ্দিস মুফতি অন্যদিকে তাসাউফ চর্চা করে সূফী হিসেবে প্রসিদ্ধ লাভ করেন। তিনি হানাফি মাযহাব চর্চা এবং প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোচ্য প্রবেন্ধ তাঁর জীবনের বিভিন্ন বিষয়ে ও ইলমুল হাদীসে তাঁর অবদান সম্পর্কে আলোচনা করা হলো-

 

নাম ও পরিচিতি (Name and contact)

 

তিনি আল্লামা ফকীহ সাইয়দ আমিমুল ইহসান আশ-মুজাদ্দেদী আল-বারাকাতি রহমাতুল্লাহ আলাইহি । তিনি সৈয়দ বংশের সাথে সম্পর্কিত ।তাঁর বংশের শেষ জায়েদ বিন আলী বিন আল হুসেন বিন ফাতিমা পর্যন্ত পাওয়া যায়।পিতার নাম সাইয়্যেদ মুহাম্মদ হাকিম আবদুল মান্নান এবং মা সৈয়দা সাজেদা খাতুন। তার বংশ-তালিকা ইমাম হাসান রাদি আল্লাহ নাহ্ হয়ে হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা থেকে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত পৌঁছেছে বিধায় তার পূর্ব-পুরুষগণ থেকেই নামের পূর্বে সাইয়্যেদশব্দ ব্যবহার করে থাকেন।

 

জন্ম গ্রহণ(His Brit)

আমীমুল ইহসান ১৯১১ সালের ২৪ জানুয়ারী হিজরী মোতাবেক ২২ মুহাররম ১৩২৯ বিহার প্রদেশের মুঙ্গের জেলার অন্তর্গত পাঁচনা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাইয়্যেদ মুহাম্মাদ হাকিম আবদুল মান্নান এবং মা সৈয়দা সাজেদা।

 


 শিক্ষা জীবন (His Educational Leif)

 

মুফতি আমীমুল ইহসান তাঁর পিতা ও চাচার নিকট থেকে প্রাথমিক জ্ঞান অর্জন করেন। তিনি মাত্র তিন মাস সময়ের মধ্যে তার চাচা সাইয়্যেদ আব্দুদ দাইয়্যানের নিকট হতে পূর্ণ ত্রিশ পারা কুরআন খতম করেন।এ সময় তার বয়স ছিল মাত্র পাঁচ বছর। সাইয়্যেদ আবদুদ দাইয়ান তাহাকে ফার্সি ভাষায় বিশেষ জ্ঞান দান করেন। তিনি অল্প ব বয়সে কুরআন হিফজ ও ফার্সি ভাষায় দক্ষতা অর্জন করেন।

তিনি দশ বৎসর বয়সে সূফী সাইয়্যিদ মুহাম্মদ আলী শাহ বারকাতী রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট কুরআন মাজীদের অনুবাদ(ترجمة القرآن), সূফী মতবাদ সম্পর্কিত জ্ঞান, ইলমুস সরফ, তাফসীর, হেসনে হাসিন ও ফার্সি সাহিত্যের উচ্চতর গ্রন্থসমূহ অধ্যয়ন করেন।

১৯২৬ সালে পনের বছর বয়সে তিনি ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন।

তিনি ১৯২৯ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

 ১৯৩১ সালে ফাযিল ও ১৯৩৩ সালে কামিল (হাদীস) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন ।

 


কর্ম জীবন(working Leif)

তিনি ১৯৪৩-১৯৪৭ সাল পর্যন্ত চার বছর কলকাতা আলীয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।১৯৪৭ ইং সালে দেশ বিভাগের পর কলকাতা আলীয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়।তখন তিনিও হিজরত করে ঢাকায় চলে আসেন। মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান১৯৫৬-১৯৬৯ সাল পর্যন্ত সরকারী মাদ্রাসা-ই আলীয়া, ঢাকা-এর  হেড মাওলানা হিসেবে চার বছর দায়িত্ব পালন। ১৯৬৪ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত খতিবের দায়িত্ব পালন করেন।আরবীতে স্বরচিত খুৎবা প্রদান করতেন। তিনি চাকুরি থেকে ১৯৬৯ ইং সালে অবসর গ্রহণ করেন।১৯৬৪ ইং সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৯৭৪ ইং সাল পর্যন্ত আমৃত্যু খতীব হিসেবে দায়িত্ব পালন।

 


পারিবারিক জীবন(Famely life)

 

তিনি চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।  জন্মের পর  নাম রাখা হয় মুহাম্মাদ এবং লকব 'আমীমুল ইহসান'। তার দাদা সাইয়্যেদ নূরুল হাফেয আল-কাদেরিও একজন সূফী ছিলেন। তিনি কুরআন কারীমে বিশেষ জ্ঞান অর্জন করিয়াছিলেন। তিনি মাওলানা মোহাম্মদ আলী আল-কাদেরী আল মোজাদ্দেদী আল মুংগেরীর একজন খলীফা ছিলেন।

মুফতী আমিমুল ইহসান তাঁর পীর ও বিখ্যাত সুফি সৈয়দ আবু মুহাম্মদ বরকত আলী শাহ রাহমাতুল্লাহ মেয়ে  মায়মুনাকে বিয়ে করেন।  তাঁর স্ত্রীও প্রথম দিকে মারা যান।  অতঃপর তিনি  ফাতিমাকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র, সায়েদ মুনিম এবং একটি কন্যা, সায়েদা আমিনা ছিল।  সৈয়দ মুনিম যখন ছোটবেলায় মারা গিয়েছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রী ১৯৩৭ সালে মারা যান। তিনি সায়েদা খদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হনএবং তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তিনি তাঁর সাথেই ছিলেন। মুফতি আমিমুল এহসানের সমস্ত সন্তানের মধ্যে কেবল তাঁর কনিষ্ঠ। কন্যা সায়েদা আমিনা খাতুন তাঁর মৃত্যুর সময় বেঁচে ছিলেন।  তিনি ১৯৯০ সালে মারা যান।

 


তাঁর  বিখ্যাত শিক্ষকন্দ(His Famous teachers)

 

*শাইখ মাজিদ আলী আল-জুনফৌরি রাহমাতুল্লাহ আলাইহি

*আবদুল রহমান আল-কাবিলি রাহমাতুল্লাহ আলাইহি

*করমাত আলী শাহ, রাহমাতুল্লাহ আলাইহি

*ড. হিদায়াত হুসেন, রাহমাতুল্লাহ আলাইহি

*সুফি ফকীদ শাহ মুহাম্মদ ইসমাইল *আল-বাহারীরাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ।

পুরস্কার ও সম্মননা (Awards and honors)

 

১৯৮৪ সালে  মৃত্যুবরণ করার দশ বছর পর ইসলামের সেবায় ও দাওয়াতি কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ   তাকে মরণোত্তর স্বর্ণপদক ও সনদ দান করেন।

 

প্রসিদ্ধ গ্রন্থ(Famous writing books)

 

তিনি  বিভিন্ন ভাষায়  অসংখ্য বিষয়ে যথা ফিকহ,হাদীস ও তাফসীরের উপর গ্রন্থ রচনা করেন। আরবি ও উর্দু ভাষায় রচিত গ্রন্থসমূহ বিস্তৃত জ্ঞানের প্রমাণ পাওয়া যায়।

 

 *أتحف الأشراف بحاشية الكشاف.

*التنوير في أصول التفسير.

*التبشير في شرح التنوير في أصول التفسير.

فقه السنن والآثار.

منهج السعداء.

الأربعين في الصلاة.

الأربعين في المواقيت .

الأربعين في الصلاة على النبي.

جامع جوامع الكلم.

فهرست كنز العمال.

مقدمة سنن أبي داؤد.

مقدمة مراسيل أبي داؤد.

عمل الليل والنهار.

ميزان الأخبار شرح معيار الآثار.

حواشي السعدي.

تحقة الأخيار.

أدب المفتي.

تخليص المراسيل.

أسماء المدلسين والمخلطين.

هدية المصلين.

 

التنبيه للفقيه.

 

لب الأصول.

مالابد للفقيه.

التعريفات الفقهية.

أصول المسائل الخلافية.

القواعد الفقهية.

أوجز السير في سيرة خير البشر.

أنفع السير.

التشرف لآداب التصوف.

تاريخ إسلام

 

 ইলমুল হাদীসে তাঁর অবদান(Contribution to ilmul Hadith)

মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমিমুল ইহসান মুজাদ্দেদি আল বারকাতী রহমাতুল্লাহ আলাইহি ইলমুল হাদীসে অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশ ও ভারতে অগণিত ছাত্রদের হাদীসেল ইলম শিক্ষা দান করেন এবং রচনা করেন অসংখ্য গ্রন্থ যেমন-

*মুকাদ্দামায়ে সুনানে আবু দাউদ

*মুকাদ্দামায়ে মারাসিলে আবু দাউদ,

*লাইল ওয়ান নাহার

*মীযানুল আখবার

*মিয়ারুল আসার

*হাশিয়ায়ুস সাদী

*তোহফাতলি আখিয়ার

*তালিকাতুল বারকতী

*তালখীসুল মারাসিল

*আসমাউল মুদিল্লীন ওয়াল মুখতালিতীন,

*তালখীসুল মারাসিল

*জামি জামিউল কালিম

 

মৃত্যুবরণ(His death)

 

সাইয়্যেদ মুহাম্মদ আমীমুল ইহসান বারকতী  রাহমাতুল্লাহ আলাইহি১৯৭৪ সালের ২৭ অক্টোবর মোতাবেকহিজরী: ১০ শাওয়াল ১৩৯৫ মৃত্যুবরণ করেন। তাঁর দাফন ও কবর বাংলাদেশের রাজধানী ঢাকায় করা হয়। তাঁর কবর ৬০ নং তনুগঞ্জ লেন,কলুটোলা মসজিদ সংলগ্ন সায়দাবাদ ব্রীজের  দক্ষিণ দিকে অবস্থিত।

 

উপসংহার(Conclusion)

 

মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতী রাহমাতুল্লাহ আলাইহি একজন  মুহাক্কিক আলিম ছিলেন।। ঢাকায় আগমনের পর তার সুহৃদ হযরত শাহ সাইয়েদ আবদুস সালাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ইলমুত তাসাউফ চর্চা  করেন । এর ফলে তিনি নকশবন্দিয়া মুজাদ্দেদীয়া বারকাতীয়া তরীকা প্রচারে আত্মনিয়োগ করেন। তাঁর রচিত গ্রন্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিলেবাস হিসেবে পাঠদান করা হয়। আল্লাহ তাআলা তাঁর সকল খেদমত কবুল করুন, আমীন।

 


-প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান

চেয়ারম্যান,

আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে,কুষ্টিয়া,বাংলাদেশ

মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমিমুল ইহসান মুজাদ্দেদি আল বারকাতী রহমাতুল্লাহ আলাইহি:ইলমুল হাদীসে তাঁর অবদান Reviewed by প্রান্তিক জনপদ on 5/26/2021 01:02:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.