সংবাদ শিরোনাম

  

দোয়ারায় প্রসকপ এর যাত্রা ও প্রথম কার্যকরী পরিষদ গঠন

সেবা উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও  ইউনিয়নস্থ "প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ" প্রসকপ এর প্রথম কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা গত ১৫ মে ২০২১শনিবার বাদ মাগরিব দারুল হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে "প্রসকপ" এর আহবায়ক জনাব হাফিজ আমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা এর অধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা লুৎফুর রহমান হুমায়দী এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন প্রান্তিক জনপদের সম্পাদক সাংবাদিক মাস্টার মোঃ কামাল উদ্দিন।

উক্ত সভায় সভাপতি ও সেক্রেটারি উপস্থিত সদস্যদের পরামর্শ ও মতামত নিয়ে আগামী দুই বছরের নিম্নোক্ত কার্যকরী কমিটি গঠন করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহ-সভাপতি হাফেজ আমিন উদ্দিনমাওলানা এ কে এম ফরিদ উদ্দিনমাওলানা দিলোয়ার হোসেনসহ সেক্রেটারী মাওলানা আব্দুল হক ও মোহাম্মদ আব্দুল হাই বশিরসাংগঠনিক সম্পাদক নজির আহমদঅর্থ সম্পাদক আবুল হাসনাত,  শিক্ষাসাহিত্য ও সাংস্কৃতিক  সম্পাদক ইমদাদুল হক যুবায়েরএইচ আর ডি সম্পাদক মাওলানা আব্দুল হান্নান,  তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলফিকার আলমপাঠাগার সম্পাদক কাওছার আহমদসমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলামঅফিস ও প্রকাশনা সম্পাদক রিয়াদুল হক মাহফুজক্রিড়া সম্পাদক নজির আহমদ রাজু, বন ও পরিবেশ বিষয়ক আব্দুল কাহারপ্রচার সম্পাদক আজাদ গনিসম্মানিত সদস্য যথাক্রমে জনাব মাওলানা জাফর আহমদজনাব মো: শফিকুল ইসলাম এবং জনাব  মোঃ রফিক উদ্দিন।

কমিটি গঠন শেষে আগামী বছরের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।

নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান তার বক্তব্যে বলেন-

"সুনামগঞ্জ জেলার অবহেলিত দোয়ারা বাজার উপজেলার অবহেলিত ইউনিয়ন পান্ডারগাঁও। এ অবহেলিত ইউনিয়নের মানুষের কল্যাণেইউনিয়নের আর্থ-সামাজিকশিক্ষা-সাংস্কৃতিক উন্নয়নে কাজ করার দৃপ্ত প্রত্যয় নিয়ে ১৫/৫/২০২১ ইং তারিখে গঠিত হলো প্রত্যয় সমাজ কল্যাণ পরিষদ (প্রসকপ)। আমি নগণ্যকে পরিষদের সভাপতি করা হয়েছ। সেক্রেটারীর দায়িত্ব দেয়া হয়েছে বিশিষ্ট সমাজসেবী জনাব মাস্টার কামাল উদ্দীনকে। এলাকার উন্নয়নে কাজ করার জন্য দেশী-বিদেশী সচেতন সকল মহলের একান্ত ভালবাসাপরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

দোয়ারায় প্রসকপ এর যাত্রা ও প্রথম কার্যকরী পরিষদ গঠন Reviewed by প্রান্তিক জনপদ on 5/16/2021 11:01:00 PM Rating: 5

মন্তব্য

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.