আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ছাতকে বৃহৎ ছাত্র–নাগরিক সমাবেশ
ছাতক প্রতিনিধিঃ
প্রধান বক্তা আবু সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। স্বাধীনতার পর মানুষের যে মুক্তির স্বপ্ন ছিল তা এখনো পূরণ হয়নি। ইতিহাসের নানা সময় সম্ভাবনা নষ্ট করা হয়েছে, কিন্তু ২৪ শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের দুই হাজার ভাইবোন শহীদ এবং চল্লিশ হাজার গাজী হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছে। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির, জুলুম-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। দেশের তরুণ প্রজন্মই বাংলাদেশ পুনর্গঠনে ঐতিহাসিক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ঢাকা,জাহাঙ্গীর নগর,চট্রগ্রাম,রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসমাজ ইনসাফের প্রতিনিধিদের বেছে নিয়েছে। আগামী নির্বাচনেও জনগণ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শক্তিকে বিজয়ী করতে মুখিয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসালামীর মনোনীত দাড়িপাল্লার প্রার্থী আব্দুস সালাম আল-মাদানীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সুযোগ দিন।
প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ছাতক–দোয়ারাবাজারের মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তির রাজনীতি চায়। ভোটের মাধ্যমে সুযোগ পেলে মানুষের অধিকার প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষা, উন্নত চিকিৎসাসেবা, সড়ক-যোগাযোগসহ সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমাইদী, উপাধ্যক্ষ আব্দুছ ছাত্তার, সিলেট মহানগর শিবির সভাপতি শাহীন আহমদ, শ্রমিক নেতা শাহ আলম,
ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান তুহিন,
উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ মাওলানা মানসুর আহমদ, জামায়াত নেতা উবায়দুল হক শাহীন, সিলেট মহানগর থানা আমীর শাহেদ আলী,
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ছাত্রনেতা তাজুল ইসলাম, আফজাল হোসেন, হাফিজ বিল্লাল আহমদ, আফতাব উদ্দিন, ইসলাম উদ্দিন প্রমুখ।##
Reviewed by প্রান্তিক জনপদ
on
12/05/2025 07:40:00 PM
Rating:



No comments: