সংবাদ শিরোনাম

recent

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) বাদ আসর দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চক বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশের শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব কলিম উদ্দিন আহমেদ মিলন।


সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার ত্যাগ-সংগ্রামের ধারাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চাই।” নারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের মা-বোনরা জাতির শক্তির প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়।”

কলিম উদ্দীন মিলন আরও বলেন, “আমি এমপি হওয়া মানে আপনারা এমপি হওয়া। আমরা ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারীর শিক্ষা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”

ধারাবাহিক বক্তব্যে তিনি উল্লেখ করেন,

“ধানের শীষ মানে জনগণের অধিকার, ধানের শীষ মানে ভোটের স্বাধীনতা। তাই ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ সম্পর্কে স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির এক পর্যায়ে ছাত্রনেতা অ্যাডভোকেট মানিক মিয়াসহ বেশ কয়েকজন নতুনভাবে বিএনপিতে যোগদান করেন। নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলিম উদ্দিন আহমেদ মিলন।


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে Reviewed by প্রান্তিক জনপদ on 12/06/2025 10:55:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.