সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের আহবায়ক কমিটি গঠন

 



দোয়ারাবাজারে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের আহবায়ক কমিটি গঠন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের লিয়াজো কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা সদরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা সভাপতি ক্বারি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়   বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, মাওলানা আমজাদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আলী হায়দার, সহসভাপতি মাওলানা আক্তার হোসেন, খেলাতফ মজলিসের সহসভাপতি  মাওলানা কাজী লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন সাঈদ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।


এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল মজিদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা জাকির হোসাইন, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা হযরত আলী, মাওলানা মহি উদ্দিন, দিলোয়ার হোসেন, আব্দুল হান্নান প্রমুখ।


বক্তারা বলেন, ইসলামী ও সমমনা আট দলের ঐক্যবদ্ধ নির্বাচনী জোট দেশের রাজনীতিতে একটি আশাব্যঞ্জক অধ্যায়ের সূচনা করেছে। এই জোটের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।


তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দোয়ারাবাজারসহ সারাদেশের মানুষ দুর্নীতি, অনিয়ম ও দুঃশাসনের শিকার। ইসলামী নেতৃত্ব ছাড়া এই সংকট থেকে মুক্তি সম্ভব নয়। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইসলামের পক্ষের সৎ, যোগ্য ও আদর্শবান প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান বক্তারা।


সভা থেকে শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয় এবং ইসলামী জোটের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী ও সমমনা আট দলীয় জোটের দোয়ারাবাজার উপজেলা লিয়াজোঁ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদকে আহ্বায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন সাঈদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।


কমিটির অন্যান্য সদস্য হিসেবে মনোনীত হন হাফিজ মাওলানা আব্দুল মজিদ ও মাওলানা দেলওয়ার হোসেন।


নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে সমন্বয় জোরদার,লিয়াজো কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত এবং মাঠপর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

দোয়ারাবাজারে ইসলামী সমমনা ৮ দলীয় জোটের আহবায়ক কমিটি গঠন Reviewed by প্রান্তিক জনপদ on 12/14/2025 05:01:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.