আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দোয়ারাবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে মোহাম্মদ কামাল উদ্দিন:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, অর্থ সম্পাদক সুহেল মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন,
“জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,
“প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।”
তিনি সতর্ক করে বলেন,
“নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকবে।”
এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযোজ্য আচরণ বিধিমালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
12/23/2025 07:17:00 AM
Rating:


No comments: