সংবাদ শিরোনাম

recent

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দোয়ারাবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে মোহাম্মদ কামাল উদ্দিন:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার, নির্বাচন কর্মকর্তা খলিল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, জামায়াত নেতা মাওলানা আমজাদ হোসেন, মাওলানা একেএম ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া, যুগ্ম সম্পাদক হারুন অর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, অর্থ সম্পাদক সুহেল মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন,

“জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে মেনে চলা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন,

“প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল, সাংবাদিক ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।”

তিনি সতর্ক করে বলেন,

“নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকবে।”

এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রযোজ্য আচরণ বিধিমালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে দোয়ারাবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা Reviewed by প্রান্তিক জনপদ on 12/23/2025 07:17:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.