সংবাদ শিরোনাম

recent

সুনামগঞ্জের চারটি আসন হারার আশঙ্কা: আব্দুল মানিক মাস্টারের সতর্কবার্তা!



সুনামগঞ্জের চারটি আসন হারার আশঙ্কা: আব্দুল মানিক মাস্টারের সতর্কবার্তা! 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা  :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, “মনোনয়ন বাছাইয়ে যথাযথ মূল্যায়ন না হওয়ায় সুনামগঞ্জের চারটি আসনই হারানোর ঝুঁকিতে রয়েছে।”


তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। জেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সমালোচনার মুখে তিনি স্ট্যাটাসটি ডিলিট করেছেন বলে জানা গেছে। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সুনামগঞ্জের চারটি আসন হারার আশঙ্কা: আব্দুল মানিক মাস্টারের সতর্কবার্তা! Reviewed by প্রান্তিক জনপদ on 12/12/2025 05:10:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.