সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী'র পাশে সামাজিক সংগঠন নসকস


দোয়ারাবাজার ( সুনামগঞ্জ)সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের চাটুরপার গ্রামের বাসিন্দা

 দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হতদরিদ্র ও গুরুতর  অসুস্থ ছোরাব আলী'র চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ( নসকস) নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা।

গতকাল ৯ ডিসেম্বর ( মঙ্গলবার) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছোরাব আলী'র জন্য মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়য় নসকস নেতৃবৃন্দ। এসময় তারা অসুস্থ ছোরাব আলী'র চিকিৎসার জন্য তার ভাই আনোয়ার আলী'র হাতে নসকস এর পক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

প্রবাসী মানবিক ব্যক্তিদের বদান্যতায় মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, নসকস'র উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নসকস সভাপতি এখলাছুর রহমান আবিদ, নসকস'র সদস্য  ইঞ্জিনিয়ার জাফর আলী, আলীমুর রহমান, আপেল ভূঁইয়া প্রমূখ।

উল্লেখ্য যে,হতদরিদ্র ও অসুস্থ ছোরাব আলী  তার ডান পা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায়  হাটুর উপরে কেটে ফেলতে হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত  ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী'র পাশে সামাজিক সংগঠন নসকস Reviewed by প্রান্তিক জনপদ on 12/10/2025 04:34:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.