ঢাকার কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় দোয়ারাবাজারের যুবকের মৃত্যু
অনলাইন ডেস্ক :
ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দোয়ারাবাজারের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে জেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী (২৭) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত রুস্তম আলী ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি বাস ধাক্কা দিলে তিনি পড়ে যান, পরে আরেকটি গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে পা ভেঙে যায় ও মাথায় গুরুতর আঘাত পান তিনি। সহকর্মী ও স্থানীয়রা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই সমসর আলী জানান, “কাজের জন্য ভাই ঢাকায় গিয়েছিল, কিন্তু আর ফিরল না—লাশ হয়ে ফিরছে।” বর্তমানে অ্যাম্বুলেন্সযোগে লাশ গ্রামে আনা হচ্ছে।
ঢাকার কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় দোয়ারাবাজারের যুবকের মৃত্যু
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/16/2025 12:20:00 AM
Rating:

No comments: