সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

 

                   (আব্দুল মতিন)

 দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলার সামান্য বিরোধ রূপ নিল সংঘর্ষে । দু’পক্ষের পাল্টাপাল্টি আঘাতে প্রাণ হারালেন দুইজন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

                  (আকবর আলী) 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জিরাগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জিরার গাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন(৪৫) এবং লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৫)। নিহত আব্দুল মতিন বীরাঙ্গনা কাকন বিবির জামাতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের খেলায় দু’দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আব্দুল মতিন এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় লক্ষিপুর বাজারে নিয়ে আসলে আকবর আলীও সেখানে উপস্থিত ছিলেন । এ সময় আব্দুল মতিনের লোকজন তাকে আক্রমণ করলে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেই মারা যান।

এ ঘটনায় আহত অন্যান্যদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে আছি।”

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল দুইজনের Reviewed by প্রান্তিক জনপদ on 8/16/2025 12:01:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.