দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হলেন মুহিবুর রহমান
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :
দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মুহিবুর রহমান।
সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া আহবায়ক ও সাবেক সভাপতি মশিউর রহমান পদত্যাগ করলে গঠনতান্ত্রিক ধারাবাহিকতায় সমিতির নির্বাহী সভাপতির দায়িত্বে থাকা মুহিবুর রহমানকেই পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
শিক্ষক সমাজ আশা প্রকাশ করেছে, নবনির্বাচিত সভাপতি মুহিবুর রহমান তার দক্ষতা, নেতৃত্বগুণ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষক সমিতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তুলবেন।
তিনি একজন দক্ষ প্রশাসক ও জনপ্রিয় শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত। ব্যক্তি জীবনে মুহিবুর রহমান কালাপশি গ্রামের বাসিন্দা এবং দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু ও সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট শামসুর রহমানের ছোট ভাই।
সমিতির নেতৃত্বে নতুন আশার আলো
এই নির্বাচনের মাধ্যমে দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্বে নতুন প্রাণ সঞ্চার হবে—এমনটাই প্রত্যাশা শিক্ষকমহলের।

No comments: