দোয়ারাবাজারে লম্পট ভাতিজার হাতে চাচী খুন
দোয়ারাবাজার সংবাদদাতা:
দোয়ারাবাজারে লম্পট ভাতিজার হাতে চাচী খুন
দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদাতা:
দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলের হাতে চাচী খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের ৪ বছরের শিশু কন্যা তোহা আক্তার।
শুক্রবার ( ১৩ জুন ) রাত ৮ টার দিকে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটেছে।
নিহতের নাম মোছাঃ রুকশানা বেগম নিয়ামতপুর গ্রামের মোঃ ফিরুজ আলী"র স্ত্রী। অভিযুক্ত মোঃ জসিম উদ্দিন (২৬ ) একই গ্রামের মৃত ওয়ারিছ আলীর পুত্র এবং ফিরুজ আলীর আপন ভাতিজা।উক্ত জসিম বখাটে ও লম্পট বলে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে তার চাচীকে নানাভাবে অবৈধ কাজে জড়ানোর চেষ্টা করে আসছে।
ঘটনার দিন সন্ধ্যায় তার চাচীকে উত্যক্ত করা নিয়ে দু'পরিবারের মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে জসিম বটি বা দা' দিয়ে কুপিয়ে আহত করে রুকশানাকে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোছাঃ রুকশানা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো:জাহিদুল হক। তিনি জানান, অভিযান চালিয়ে খুনিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে ।
দোয়ারাবাজারে লম্পট ভাতিজার হাতে চাচী খুন
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/14/2025 05:31:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/14/2025 05:31:00 PM
Rating:

No comments: