মায়ের সাথে অভিমান করে কীটনাশক পানে কিশোরীর আত্মহত্যা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের সাথে অভিমান করে মুনিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার বোগলা ইউনিয়নের কবির নগর গ্রামে।
জানা গেছে, নিহত মুনিয়া কবির নগর গ্রামের কুয়েত প্রবাসী ফজল আলীর মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে ছোট ভাইয়ের স্কুলে যাওয়া নিয়ে মা-মেয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এতে মুনিয়া অভিমান করে পরিবারের সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, মায়ের সাথে অভিমান করেই মেয়েটি কীটনাশক পান করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কৈশোরের আবেগ আর সামান্য ভুল বোঝাবুঝি যে কখনো এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে—এই ঘটনা যেন সে কথাই আবারও স্মরণ করিয়ে দিল।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/22/2025 04:44:00 PM
Rating:

No comments: