এতিম ও সুবিধাবঞ্চি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“"তার আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে- বলুন, তাদের উন্নতির জন্য যা কিছু করা হয়, তা উত্তম আর যদি তাদের সঙ্গে তোমরা মিশে যাও, তবে তারা তোমাদেরই ভাই।" (আল-কুরআন)
পবিত্র কুরআনের এই আহ্বান হৃদয়ে ধারণ করে দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এতিম
ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দারুল হেরা মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, “এতিম ও অসহায়দের পাশে দাঁড়ানো শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয়, এটি ঈমানের দাবি। আল্লাহর রাসূল (সা.) বলেন: ‘আমি এবং এতিমের দায়িত্ব নেওয়া ব্যক্তি জান্নাতে এভাবে একত্রে থাকব’ — বলে তিনি দুই আঙুল পাশাপাশি রেখেছিলেন।” (সহীহ বুখারী)।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি মাওলানা এম.কে.এম. ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত সুপার মাওলানা রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, লন্ডনপ্রবাসী শিক্ষানুরাগী আবতার রহমান ইকবাল, বশির আহমেদ ও আলী আহমেদ মাসুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, কার্যকরী সদস্য আব্দুল হাই বশির, জায়েদ আহমদ, মাহবুবুর রহমান রুকন, ইকরামুল হল মাজেদ প্রমুখ।
বক্তারা বলেন, “এতিম ও দুঃস্থদের মুখে হাসি ফোটানো শুধু মানবতা নয়, এটি আল্লাহর সন্তুষ্টির এক বড় মাধ্যম। সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হলে এসব উদ্যোগকে ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উপস্থিত এতিম ও সুবিধাবঞ্চিতদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/24/2025 04:59:00 PM
Rating:

No comments: