মঙ্গলপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি দোকান মালিককে জামায়াতের আর্থিক অনুদান প্রদান
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি দোকান মালিককে জামায়াতে ইসলামি বাংলাদেশেত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অদ্য শুক্রবার (৩০ আগস্ট) দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডা হারুনুর রশিদ, নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিন, ছাতক উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা একে এম ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৪ আগস্ট শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ৬টি দোকান পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন ডা.আব্দুল হামিদ, ডা.সামসুল ইসলাম, বদরুল ইসলাম,, আব্দুল জব্বার, আল আমিন ও নুরুল হক।

No comments: