সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি

 


দোয়ারাবাজার সংবাদদাতা:

উপজেলার মঙ্গলপুর বাজারর  অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার  রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান দিনের ব্যস্ততা শেষে  ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলার মঙ্গলপুর বাজারের ৬ দোকান।

শনিবার  (২৪ আগস্ট) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সুচনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মিসী, একটি মুদিমালের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান ও দুটি পোলট্রি মোরগের দোকান একবারেই ভষ্ম হয়ে যায়। এছাড়া একাধিক চায়ের দোকানসহ অন্তত আরও ১০/১২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।ক্ষতির পরিমাণ দুই কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে আশেপাশের লোকজন  এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত রোজিনা ফার্মেসীর মালিক ডা.আব্দুল হামিদ জানিয়েছেন কোটি টাকার উপরে তার ঔষধ সামগ্রী ছিল যা পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি পথে বসেছেন।হার্ডওয়্যার ব্যবসায়ী আল-আমিনের প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল, মুদি  ব্যবসায়ী বদরুল ইসলামের প্রায় ১৫/১৬ লক্ষ টাকার মালামাল, শামসুল ইসলামের ৫/৬ লক্ষ টাকা এবং  মোরগ ব্যবসায়ী নুরুল হক ও আব্দুল জব্বারের লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। 

পান্ডার গাও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে । তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি ও বেসরকারী সহায়তা দাবি করেন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু  বলেন, দোয়ারাবাজারের মঙ্গলপুর বাজারে  এ ঘটনা ঘটে। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমরা ক্ষয়ক্ষতি লিস্ট করেছি উপজেলা প্রশাসন থেকে সাহায্য করা হবে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দোয়ারাবাজার উপজেলা শাখার আমীর ডা.হারুনুর রশিদ, নায়বে আমীর মোহাম্মদ কামাল উদ্দিনসহ জামায়াত নেতৃবৃন্দ সরজমিন পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্তদের শান্তনা দেন এবং বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

দোয়ারাবাজারে আগুনে ৬ টি দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি Reviewed by প্রান্তিক জনপদ on 8/25/2024 06:52:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.