দোয়ারাবাজারে অটোরিকশা চাপায় নিহত ফাইজা আক্তার (৬)হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
ডেস্ক রিপোর্টঃ উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে অটোরিকশা চাপায় নিহত ফাইজা আক্তার হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২ ডিসেম্বর স্থানীয় শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীপুরবাজার প্রদক্ষিণ করে বাজার সংলগ্ন গাড়ির স্ট্যান্ডে এসে সভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।
মাও.আলাউদ্দিন রেদওয়ানের পরিচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার মোহতামিম মাও কবির আহমদ, ফাইজার পিতা আব্দুল হান্নান, মাওঃ উবায়দুল্লাহ হেলাল,মাওঃ আহমদ আমিন, আল আমিন প্রমুখ। সভায় বক্তারা অনতি বিলম্বে ফাইজা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য যে গত ২৬ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ফাইজা আক্তার নিহত হয়।উক্ত ফাইজা পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে ব্যবসায়ী আব্দুল হান্নান টেইলরের কনিষ্ঠ মেয়ে। এ ব্যাপারে দোয়ারবাজার থানায় ডাউকের কাড়া নিবাসী মৃত মছদ্দর আলীর ছেলে তাজ আলী (১৬)কে আসামী করে মামলা রুজু করা হয়েছে। এস আই নবী হোসেন মামলার তদন্ত করছেন।

No comments: