সংবাদ শিরোনাম

recent

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে হবে

নরসিংপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন'র আয়োজন করেছে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি।

বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার  স্থানীয় নরসিংপুরের আল মদিনা একাডেমির বার্ষিক মূল্যায়ন অভীক্ষার ফলাফল প্রকাশ ও কিড্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা কর্মকর্তা বলেন, আল মদিনা একাডেমির ব্যতিক্রমি কিড্স গ্রাজুয়েশন শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে ও প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে সাহস সঞ্চার করবে। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে আল মদিনা একাডেমির এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবি রাখে।

দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিজ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি এ.কে.এম. মহিবুর রহমান।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক  গ্রাজুয়েশন ক্যাপ পরিয়ে দেন অতিথিবৃন্দ।তাছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে  গ্রাজুয়েশন সম্মাননা স্বারক উপহার  তুলে দেন একাডেমি কর্মকর্তাগণ।

কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে  অষ্টম শ্রেনীর শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান হাসান'র অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অতপর উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রফিকুর রহমান। বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাসে  অনুষ্ঠিত কিডস গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে  একাডেমির শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত ও বিভিন্ন পরিবেশনা মুগ্ধতা ছড়ায়। উপস্থিত অতিথি, অভিভাবকগনসহ সকলেই উল্লসিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন  শ্রেনীর পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করেন শিক্ষক গোলাম সামদানী সুমন, জুয়েল আহমদ, নিলুফা আক্তার, রুমেনা বেগম,আফয়্যিদা বেগম, কুলসুমা আক্তার, ইয়াকুব আল হাসান, আফসারা বেগম তামান্না, জাবেদুল হাসান, হানিফা জান্নাত বুশরা। 

এসময় উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য মাষ্টর আব্দুল আউয়াল, নসকস সভাপতি শফিকুল ইসলাম, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সানোয়ার হোসাইন, অভিভাবক ডাঃ আলাউর রহমান, আবিদ রনি, ইসমাইল হোসাইন সানী, রিয়াজুল ইসলাম, অভিভাবকগণ, একাডেমির শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় সম্পৃক্ত করতে হবে Reviewed by প্রান্তিক জনপদ on 12/13/2023 06:49:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.