সুনামগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
সুরমা প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর সাথে অভিমান করে মমিনা খাতুন (২৪) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিনা খাতুন ওই গ্রামের নাজির হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের দুই সন্তানের জননী মমিনা খাতুনের স্বামী নাজির হোসেন কৃষি কাজ ও মাছের রেনু বিক্রি করেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। এরই জেরে অভিমান করে শুক্রবার সকালে বিষপান করেন মমিনা খাতুন। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় ডাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন। মমিনা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।
Reviewed by প্রান্তিক জনপদ
on
4/29/2023 07:48:00 AM
Rating:
.jpeg)
No comments: