সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বদলি জনিত বিদায় সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা প্রিয়াংকা বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় দোয়ারাবাজার উপজেলায় সফলতার সঙ্গে ইউএনওর দায়িত্ব পালন শেষে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী হওয়ায় ফারজানা প্রিয়াংকাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি সহ সভাপতি এম এ মোতালি ভূইয়া,মোহাম্মদ কামাল উদ্দিন, এম এইচ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, যুগ্ম সম্পাদক শাহ মাশুক নাঈম, সুহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ , সাহিত্য সম্পাদক সানুয়ার ওদুদ তালুকদার সাগর,প্রচার সম্পাদক নুরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, আব্দুল কাহার, মেহেদী হাসান সহ দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments: