দোয়ারাবাজারে অবৈধ করাতকল মালিকদের জরিমানা
প্রান্তিক ডেস্ক: লাইসেন্সবিহীন অবৈধ করাত কল “স”মিল চালানোর অভিযোগে করাতকল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার বাংলাবাজারের বিভিন্ন লাইসেন্সবিহীন করাত কল “স”মিল লাইসেন্স না থাকার দায়ে ‘স’ মিলের স্বতাধিকারী ইদ্রিস আলী, সফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, সিরাজ মিয়া ও আব্দুল আওয়ালসহ প্রতি ‘স’ মিলের মালিককে ৮ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট দেবাংশু কুমার সিংহ বলেন, আমাদের অভিযান চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় অভিযানে সহযোগিতা করেন দোয়ারাবাজার থানা পুলিশ ফোর্স।
এসময়ই লাইসেন্সবিহীন করাতকল চালানোর অভিযোগে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর ৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোয়ারাবাজার বন বিভাগের উপজেলা বিট কর্মকর্তা নিতিশ চক্রবর্তী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজারে অবৈধ করাতকল মালিকদের জরিমানা
Reviewed by প্রান্তিক জনপদ
on
2/26/2022 08:27:00 PM
Rating:
No comments: