সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার
বিনোদন ডেস্ক:: বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রা শহরে নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে।
৩৪ বছর বয়সী এই অভিনেতা নিজেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন বলে জানিয়েছে তার দেশ ভারতের একাধিক গণমাধ্যম। কয়েক দিন আগে তার ম্যানেজার দিশা সালিয়ানও আত্মহত্যা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত।
শেষবার ‘ছিছোড়ে’ ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া 'কেদারনাথ', 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে'-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।
২০০৮ সালে টেলিভিশন অভিনেতা হিসেবে মিডিয়ায় কাজ শুরু করেন সুশান্ত। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রথমে অভিনয় ছিল তার। পরিচিতি পান একতা কাপুরের ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের মাধ্যমে। এরপর বলিউডে শুরু হয় পথচলা।
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া
সুশান্ত সিং রাজপুতের লাশ উদ্ধার
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/14/2020 06:11:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/14/2020 06:11:00 PM
Rating:

No comments: