সংবাদ শিরোনাম

recent

টনক নড়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের

 টনক নড়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের


পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কড়া বার্তা

অনলাইন ডেস্ক :

কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিআইএ নামে পরিচিত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে এবার দেওয়া হয়েছে কঠোর বার্তা। কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষার নামে যদি কেউ কোনো প্রকার টাকা সংগ্রহ করে তাহলে অধিদপ্তরকে লিখিতভাবে জানাতে হবে। এছাড়াও ঘুষ নেয়ার প্রমাণসহ ডিআইয়ের যুগ্ম পরিচালকের মোবাইলে (০১৭৭৯৬৪৪৬৪৪) কল করে ধরিয়ে দিতে হবে।

এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জনগণের সম্পত্তি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থ ছাড়াও বিভিন্ন উৎস হতে আয় হয়। আয়ের সদ্ব্যবহার এবং আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের দায়িত্ব ও কর্তব্য। শিক্ষার সার্বিক মানোন্নয়নকল্পে সরকারের নেয়া কার্যক্রম সফল করার উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মরোধসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অপরিহার্যতা বিবেচনায় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পরিদর্শন ও নিরীক্ষা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়। এই পরিদর্শন ও নিরীক্ষা, তদন্তদল গঠনের সব অফিস আদেশ স্বচ্ছতার জন্য এ অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।

প্রতিটি পরিদর্শন ও নিরীক্ষা, তদন্তদলের কাজ এ অধিদপ্তর থেকে ভার্চুয়াল, সরাসরি মনিটরিং করা হয় এবং মনিটরিং কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শন ও নিরীক্ষাদলের দাখিলকৃত প্রতিবেদন কয়েকটি ধাপে যাচাই করে নির্ধারিত চেকলিস্ট অনুসারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তা চূড়ান্ত করা হয়। এ অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশিত অফিস আদেশ ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা, তদন্ত কার্যক্রম পরিচালনা না করা এবং পরিদর্শন ও নিরীক্ষা কাজের জন্য কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হলো। কোনো প্রতিষ্ঠান প্রধান অথবা অন্য কোনো ব্যক্তি পরিদর্শন ও নিরীক্ষার নামে যদি কোনো প্রকার অর্থ সংগ্রহ করে তাহলে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্তদলের কোনো সদস্য কিংবা এ অধিদপ্তরের অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী অথবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অথবা অন্য কোনো ব্যক্তি পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত সংশ্লিষ্ট কাজের জন্য যদি কোনো প্রকার টাকা দাবি বা সংগ্রহ করে তাহলে প্রমাণসহ সংশ্লিষ্ট দলের মনিটরিং কর্মকর্তাকে অথবা এ অধিদপ্তরের যুগ্ম পরিচালকের মোবাইল ফোনে (০১৭৭৯৬৪৪৬৪৪) অবহিতকরণসহ পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে director@dia.gov.bd ই-মেইলে অথবা টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) জানানোর জন্য অথবা অভিযোগ প্রতিকার ব্যবস্থা (Www.grs.gov.bd)-এর মাধ্যমে অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হলো। অভিযোগকারী বা তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এ অধিদপ্তর হতে পরিচালিত পরিদর্শন ও নিরীক্ষা কাজ অধিকতর স্বচ্ছ ও সহজীকরণসহ নিরীক্ষা কাজে শিক্ষক-কর্মচারীদের হয়রানী বন্ধে নানারকম উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে বিদ্যমান ১৯৮৫ খ্রিষ্টাব্দের অডিট ম্যানুয়াল হালনাগাদকরণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ পদ্ধতি নির্দেশিকা ১৯৮৪ সংশোধন ও পরিমার্জন, অডিট আপত্তি সুনির্দিষ্টকরণ ও আপত্তি প্রদানের পূর্বে আত্নপক্ষ সমর্থনের সুযোগ দেয়া, শিক্ষক-কর্মচারীদের আর্থিক ব্যবস্থাপনা ও হিসাবরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান উল্লেখযোগ্য। এছাড়াও গত এক বছরে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান, দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। যার মধ্যে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ প্রধান নিয়োগে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পৃথক কমিটির মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা, ২০২৩ সংশোধন প্রস্তাব উল্লেখযোগ্য।

এছাড়াও গত এক বছরে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে ৪০০ এর বেশি জাল ও ভূয়া সনদ চিহ্নিতকরণ, প্রায় ৩০০ এর বেশি অগ্রহণযোগ্য সনদ চিহ্নিত ও ব্যবস্থা নেয়ার সুপারিশ প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের বেহাত হওয়া ৭৯৩ একর জমি উদ্ধারে সুপারিশ প্রদান, ভূয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটিসহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কারণে প্রায় ২৫৩ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরতের সুপারিশ দেয়া হয়েছে।


টনক নড়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের Reviewed by প্রান্তিক জনপদ on 12/02/2025 09:02:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.