সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারের হকনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস মিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক আয়েসা আক্তার।

এসময় আরও  উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সামস উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার খলিল আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জনগণের সক্রিয় সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।

সভা শেষে অতিথিবৃন্দ স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

দোয়ারাবাজারের হকনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 12/26/2025 08:15:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.