সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত



দোয়ারাবাজার সংবাদদাতা :

সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির আয়োজনে “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজারের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ শমশের আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ছায়াদ মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক করম আলী



অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সামছুল ইসলাম,সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি হোসনা বেগম।

এছাড়াও বক্তব্য দেন— দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা:হারুনুর রশিদ,সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ কামাল উদ্দিন,সমিতির সহসভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান। 

মোহন লাল দাস মৃদুল, আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন,অধ্যক্ষ অসীম মোদক প্রমুখ। 

অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মোট ৩২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎকর্ষ ধরে রাখার আহ্বান জানান।

সংবর্ধনা উপলক্ষে পুরো অডিটোরিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 11/15/2025 07:56:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.