দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের ইন্তেকাল
অনলাইন ডেস্ক :
খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব সিরাজুল ইসলাম (বিপি-৮৬১১১৩৪০১৬) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, গত ৮ নভেম্বর ২০২৫ খ্রি. বিকাল আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত অবস্থায় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা শহরে পাঠানোর পরামর্শ দেন। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার মাধ্যমে তাকে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেইন স্ট্রোকজনিত কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১০ নভেম্বর ২০২৫ খ্রি. রাত ৭টা ২৬ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পেশাদার এই কর্মকর্তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের নিরাপত্তা ও দেশমাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন। তিনি ০২ ফেব্রুয়ারি ১৯৮৬ খ্রি. সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোবিন্দপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর ৯ মাস ৮ দিন।
জনাব সিরাজুল ইসলাম ২০১১ সালের ১ জুলাই বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ১৪ বছর ৪ মাস ১৩ দিনের কর্মজীবনে তিনি যশোর, মাগুরা ও খুলনা জেলায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ২৯ আগস্ট থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত দাকোপ থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
মরহুমের মৃত্যুতে খুলনা জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাইলে আমি এটিকে অনলাইন নিউজ পোর্টালের জন্য ওয়েব-স্টাইল সংস্করণে (শিরোনাম, উপশিরোনাম ও সংক্ষিপ্ত সারাংশসহ) সাজিয়ে দিতে পারি — আপনি কি সে রূপে চান?
Reviewed by প্রান্তিক জনপদ
on
11/11/2025 05:38:00 AM
Rating:

No comments: