বাংলাদেশ শিক্ষক সমিতি দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: দোয়ারাবাজারে বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠিত হয়। আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন— সমুজ আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক, বোগলা রুসমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, টেংরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জোবায়ের হোসাইন মজুমদার, হাজী নুরুল্লাহ তালুকদার দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, সোনার বাংলা পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদৎ কবির, বড়খাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল হাসান ভূইয়া, মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মায়না মিয়া, হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিজ আলী, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, বাঁশতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু শহিদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারুক আহমদ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মো. কামরুজ্জামান আহমেদকে সভাপতি, মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মো. আশরাফুল হককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি দোয়ারাবাজার উপজেলা কমিটি গঠন করা হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
11/23/2025 10:35:00 PM
Rating:



No comments: