সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামে একই সঙ্গে পুকুরে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে রাহিম (৭) ও মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ (৮)। তারা দু’জনই পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। খেলাধুলা ও পড়াশোনায় একসঙ্গী এই দুই বন্ধুর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাহিম ও মোহাম্মদ বাড়ির পাশে বাইসাইকেল নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা বাড়ি থেকে প্রায় ৬০০ ফুট দূরের একটি পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তারা সাইকেলসহ পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় ইব্রাহীম আলী নামের এক ব্যক্তি পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। পরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, “এটি নিছক একটি দুর্ঘটনা। পরিবার থেকে কোনো অভিযোগ বা ময়নাতদন্তের আবেদন করা হয়নি।”


দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু Reviewed by প্রান্তিক জনপদ on 11/12/2025 11:00:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.