সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে মেধা যাচাই পরীক্ষায় শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

 



মোহাম্মদ কামাল উদ্দিন 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রকৃত উৎকর্ষ যাচাইয়ের লক্ষ্যে ‘জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা–২০২৫’ উপলক্ষে দোয়ারাবাজারের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা’র সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর ও নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রিয়াঙ্কা দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন—
“শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের পরীক্ষা অত্যন্ত কার্যকর। শুধু বইমুখী নয়, বাস্তবভিত্তিক জ্ঞান ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে। দোয়ারাবাজারের শিক্ষার্থীরা যে সাফল্যের পরিচয় দিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে মাদ্রাসাগুলোকে এ পরীক্ষার আওতায় আনতে উদ্যোগ নেওয়া হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক নমো, উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, বগুলা রোছমত আলী রামসুন্দর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাষ্টার মোঃ কামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান, শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষিকা সালেহা মাহমুদ প্রমুখ। বক্তারা সকলেই এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশকে টেকসই করার আহ্বান জানান।


কৃতি শিক্ষার্থীদের অনুভূতি
নিজেদের অনুভূতি প্রকাশ করেন কৃতি শিক্ষার্থী মোছাঃ শারমিন জাহান মিতা (৪৪তম বিসিএস), আয়েশা আক্তার (৫ম শ্রেণি) এবং মাহজাবিন তালুকদার (৪র্থ শ্রেণি)। তারা বলেন, এ সম্মাননা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা এস এস এমদাদুল হক, ওসি তদন্ত শামসুদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা প্রজীপ শাহিনুর রহমান,উষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শাহজালাল, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিল্লুর রহমান, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজির আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আলা উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শানুর ওয়াদুদ সাগর, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক , প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ,ও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সারিকা আনজুম আদিবা এবং গীতা পাঠ করেন আর্যদেব দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা।

পরিশেষে জেলা প্রশাসনের মেধা যাচাই পরীক্ষা–২০২৫ এ উৎকৃষ্ট ফলাফল ও অবদানের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

দোয়ারাবাজার উপজেলার বাংলবাজার ইউনিয়নে কিরণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংপুর ইউনিয়নে ইন্তাজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোয়ারাবাজার সদর ইউনিয়নে দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্নারগাঁও ইউনিয়নে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পান্ডারগাঁও ইউনিয়নে উষাইড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহালিয়া ইউনিয়নে দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোগলা ইউনিয়নে পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষীপুর ইউনিয়নে বৈঠাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুরমা ইউনিয়নে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনিমালা (বাংলা), সানজিদা ইসলাম (ইংরেজি), ফারহানা ইয়াসমিন (সাধারণ জ্ঞান) এবং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়নাল আবেদীন (গণিত)।

পঞ্চম শ্রেণিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে—কলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইফ আল-দ্বীন শিফান, লাস্তবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহরিয়ার জামান সাইফ, বীরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়েশা আক্তার, গোবর্ধনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহান তালুকদার পরাণ, উষাইড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাহিদুল হাসান সজিব, গোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহবুবা আক্তার সিমলা, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোহানা মাহবুব চৌধুরী, কাঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইফ উদ্দিন ফোয়াদ এবং টিলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ মোজাহিদ।

চতুর্থ শ্রেণিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে—জাহাঙ্গীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইয়েদা মানহা, শ্রীপুর ১৫০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফনান নূরা, দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহজাবিন তালুকদার, গোবর্ধনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবেদিতা তালুকদার দীপ্তা, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাসফিয়া হেলাল উমামা, হাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদরুল হাসান শাহিন, চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবিহা রহমান সোহা, কাঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুনায়েদ ইসলাম এবং টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেবা ফারিয়া।

উদ্দীপনামুখর এ আয়োজন দোয়ারাবাজারের শিক্ষা অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে—এমন মন্তব্য করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন যে, প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চর্চা আরও সমৃদ্ধ হবে।

দোয়ারাবাজারে মেধা যাচাই পরীক্ষায় শ্রেষ্ঠ বিদ্যালয়, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রদান Reviewed by প্রান্তিক জনপদ on 11/25/2025 06:59:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.