সংবাদ শিরোনাম

recent

সাংবাদিক মাসুদ রানার পিতার মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের শোক

 



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজের দোয়ারাবাজার প্রতিনিধি মাসুদ রানা সোহাগের পিতা আলী আমজাদ হোসেন কালা মিয়া (৭৫) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।


দীর্ঘ কয়েক মাস বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুম কালা মিয়া সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত ফজর রহমানের পুত্র। তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামীণ শালিস ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শরীফপুরস্থ ‘মেসার্স কালা মিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব ভূইয়া সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


শোকবার্তায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ বলেন, “জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যু। কিন্তু সেই সত্যকে মেনে নেওয়া কখনোই সহজ নয়— বিশেষ করে যখন প্রিয়জন, প্রিয় একজন বাবা চিরবিদায় নেন। সহকর্মীর বাবাকে হারানো মানে শুধু একজন অভিভাবককে হারানো নয়; বরং ভালোবাসা, নিরাপত্তা ও আশ্রয়ের মহান ছায়া হারিয়ে ফেলা।"

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণের বেদনা সহ্য করার শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এদিকে মরহুমের জানাজায় ছাতক দোয়ারা আসনের বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন উপস্থিত ছিলেন, এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যবসায়ীক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

মরহুম কালা মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 


সাংবাদিক মাসুদ রানার পিতার মৃত্যুতে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের শোক Reviewed by প্রান্তিক জনপদ on 11/29/2025 11:00:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.