সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারের পান্ডারখাল বাঁধ—দখল আর অব্যবস্থাপনায় হারাচ্ছে সৌন্দর্য

 

প্রান্তিক ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজারের পান্ডারখাল বাঁধ একসময় ছিল স্থানীয়দের প্রিয় ভ্রমণস্থল। সারিবদ্ধ গাছপালা, নদীর দুই তীর ঘেঁষে বয়ে চলা জলের ধারা এবং শান্ত পরিবেশ—সব মিলিয়ে এটি যেন ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক নিসর্গভূমি। স্থানীয়রা একে “মিনি পর্যটনকেন্দ্র” বলেই চিনতেন। কিন্তু এখন সেই মোহনীয় রূপ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁধের উভয়পাশ দখল করে ইট, বালু ও পাথরের ব্যবসা চালাচ্ছে। এতে বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, পাশাপাশি ধ্বংস হচ্ছে গাছপালা। দীর্ঘদিন অব্যবস্থাপনায় পড়ে থাকা এই বাঁধ এখন পরিবেশ ও নিরাপত্তা—দুই দিক থেকেই ঝুঁকিতে। এর মধ্যে দেখা দিয়েছে নতুন উৎপাত, ফুসকা বিলাস নামে এক ব্যাক্তি বসিয়েছেন দোকান। দেখা যায়, বাধের দক্ষিণ পাশে অনেকটা জায়গা কাপড় দিয়ে বেড়া দিয়ে দখলে নিয়েছেন ফুসকা বিলাসের মালিক। এছাড়াও আরো কিছু ছোট ছোট স্থাপনা দেখা যায় বাধের উপরে। যেগুলোর মাধ্যমে মুলত দখল করে রালহা হয়েছে স্থানটি। টং দোকান, গাড়ির স্ট্যান্ডের অফিস দিয়ে কিছু অংশ দখল নিলেও অধিকাংশ এরিয়া দখল নিয়েছেন বালু, পাথর ও ইট ব্যবসায়ীরা। আবার বাধের পশ্চিম দিকেই  অংশ যেনো পরিণত হয়েছে বাজারের উচ্ছিষ্ট ফেলার ডাস্টবিনে, বাজারের সমস্ত আবর্জনা ও প্রস্রাব করার যেনো একমাত্র স্থানে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই বাধটি। বিগত আওয়ামী সরকারের আমলে সামান্য দখল নিলেও এখন ইন্টেরিম সরকারের আমলে পুরো বাধটাই যেনো গিলে খাচ্ছেন তাঁরা।

প্রশাসনিক দৃশ্যমান কোনো প্রতিকার চোখে না পড়লেও সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫০ বছর পুরনো এই বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। যত্রতত্র রাখা নির্মাণসামগ্রীর কারণে গাছপালা শুকিয়ে যাচ্ছে এবং বাঁধের পাশে মাটি সরে যাওয়ায় ধ্বসের আশঙ্কা তৈরি হয়েছে। সড়কের ধারে অবৈধভাবে ইট-বালু-পাথর রাখায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীরাও পড়েছেন চরম দুর্ভোগে।

ছাতক ও দোয়ারাবাজার উপজেলা থেকে জেলা শহর সুনামগঞ্জে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। ফসল রক্ষার উদ্দেশ্যে নির্মিত বাঁধটি এখন দখলদারদের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এলাকা জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মন্তব্য করছেন প্রশাসনের অবহেলা নিয়ে, আবার কেউ কেউ স্থানীয় প্রশাসনের ফেসবুক পেইজ ও আইডিকে ম্যানশন করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

স্থানীয়দের আশংকা, এভাবে চলতে থাকলে এক সময় হারিয়ে যাবে মানুষের স্বস্থির নিশ্বাস ফেলার এই প্রাকৃতিক জায়গাটা। দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান অনেকেই। 

দোয়ারাবাজারের পান্ডারখাল বাঁধ—দখল আর অব্যবস্থাপনায় হারাচ্ছে সৌন্দর্য Reviewed by প্রান্তিক জনপদ on 10/06/2025 12:37:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.