সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ;বখাটে যুবক গ্রেফতার


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও বাধা দেওয়ায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পান্ডারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামে এই জঘন্য ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন নগর গ্রামের আব্বাস আলীর ছেলে কালা মিয়া, হাজী কনু মিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটি চিৎকার করলে বখাটে যুবক কালা মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর গ্রামবাসী অভিযুক্ত কালা মিয়াকে আটক করে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশাহিদ আলীর উপস্থিতিতে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

স্থানীয় ইউপি সদস্য মোশাহিদ আলী জানিয়েছেন, “এটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। গ্রামবাসী এই অপরাধীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি  জানাচ্ছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

দোয়ারাবাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ;বখাটে যুবক গ্রেফতার Reviewed by প্রান্তিক জনপদ on 10/24/2025 07:47:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.