দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা জামায়াতে লক্ষ্য - অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের আওতাধীন দোয়ারাবাজার উপজেলার ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি ও ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) উপজেলা সদরে মা-কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা আমীর ডা. হারুনুর রশিদ এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি বলেন,জামায়াত ইসলামী জনতার দল।আমরা জনগণকে সাথে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মান করব।উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের রাস্তাঘাটের আজ করুণ অবস্থা। বিগত বছরগুলোতে তেমন কোনো উন্নয়ন হয়নি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তার নেই, শিক্ষাক্ষেত্রেও গুণগত উন্নয়ন অনুপস্থিত। সর্বত্র অনুন্নয়নের ছাপ দৃশ্যমান। ইনশাআল্লাহ, আমরা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক পরিবর্তন ঘটাব।”
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন, জাহারুল ইসলাম এবং আব্দুল হান্নান প্রমুখ।
Reviewed by প্রান্তিক জনপদ
on
10/11/2025 03:09:00 PM
Rating:





No comments: