বন্যা,বজ্রপাত ও দুর্যোগ বিষয়ে জনসচেতনতা তৈরিতে দোয়ারাবাজারে কর্মশালা
বন্যা,বজ্রপাত ও দুর্যোগ বিষয়ে জনসচেতনতা তৈরিতে দোয়ারাবাজারে কর্মশালা
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায়
বেসরকারি এনজিও সংস্থা ইউনিসেফ (Unicef)ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া । প্রধান অতিথি'র বক্তব্যে ডিসি ইলিয়াস মিয়া বলেন,
দুর্যোগ এলে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। বন্যা,বজ্রপাত ও দূর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়ালে প্রাণহানি কমানো সম্ভব।
তিনি বলেন, বজ্রপাতে মারা যাওয়া মানুষের একটি বড় অংশ গ্রামীণ কৃষক ও শ্রমজীবী, যারা মাঠে কাজ করতে গিয়ে বা খোলা জায়গায় অবস্থান করে প্রাণ হারান। অথচ সামান্য সচেতনতাই পারে এসব প্রাণঘাতী ঘটনা রোধ করতে।
বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে অসংখ্য মানুষ মারা যান। বিশেষ করে বর্ষার আগমনী মৌসুমে—বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বজ্রপাতের সংখ্যা বেড়ে যায়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ'র সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন unicef এর সুনামগঞ্জ জেলা কনসালটেন্ট ডা: তানভীর আহমদ,
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন খাঁন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, নরসিংপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশ্রাঈল আলী।
এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, কৃষক নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে আহত তিনজন যুদ্ধাকে সেলাই মেশিন উপহার প্রদান করে উপজেলা প্রশাসন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/02/2025 07:54:00 PM
Rating:




No comments: