দোয়ারাবাজারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুমি অফিস সংলগ্ন হরতকী তলায় পুনরায় এসে শেষ হয়।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনেরর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা মজলিসে শূরার সদস্য ও উপজেলা আমীর ডা.হারুনুর রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, দিলোয়ার হোসেন, খলিলুর রহমান, অধ্যাপক জাহারুল ইসলাম, সদর ইউনিয়ন আমীর কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর দেখা যাচ্ছে একটি দল নির্বাচন নিয়ে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু পলাতক খুনি বিচার নিয়ে তারা কোনো কথা বলছে না। তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। দাবিগুলো পূরণ করে নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরির আহ্বান জানান বক্তারা।’
Reviewed by প্রান্তিক জনপদ
on
9/27/2025 03:04:00 PM
Rating:


No comments: