সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা


 দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা :                       

সুনামগঞ্জের দোয়ারাবাজারে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী উপলক্ষ্যে স্থানীয়  গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

 রবিবার (২৮ সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের  সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু সালেহীন খাঁন'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ প্রতিনিধি ডাঃ খালিদ আহমদ,বিশেষ অতিথি ডাঃ উমামা ইকবাল, UNICEF Bangladesh সুনামগঞ্জ প্রতিনিধি ডাঃ তানভীরুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে উপস্থিত সকলের কার্যকর ভূমিকা পালন ও সহযোগিতা প্রয়োজন। 


বক্তারা টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা  হবে। এজন্য গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ কর্মসূচি সফল করতে বক্তারা গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

 জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি। মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এই কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদান প্রদান  করা হবে। 

সভায় উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা 

 গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় দোয়ারাবাজার উপজেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদিকরা উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা Reviewed by প্রান্তিক জনপদ on 9/28/2025 11:52:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.