গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়ারাবাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদদাতা :
২৪ এর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়ারাবাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় এই কর্মসূচির উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু সালেহীন খান।
আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক আব্দুল মোতালেব ভূইয়া, মামুন মুনশি,ফারক আহমেদ, সুহেল মিয়া, সুমন আহমেদ, মাসুদ রানা সোহাগ প্রমুখ।
ফ্রি রক্তদান কর্মসূচি উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অসম সমাজ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি।
গণঅভ্যুত্থান বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠ অর্জন।ডা.আবু সালেহীন খান বলেন আমরা অন্যায়ের কাছে মাথা নত না করার যে স্বভাব সেটি জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আবারও ফুটে উঠেছে। জুলাই গণ-অভ্যুত্থানে জাতির যে সকল শ্রেষ্ঠ সন্তান নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

No comments: