সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ট্রাকসহ দুইজন আটক


দোয়ারাবাজার  প্রতিনিধি:

 সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি মিনি ট্রাক ও দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শামছ উদ্দিন খান, এসআই (নি.) মিজানুর রহমান ফোর্সসহ নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সামনে চেকপোস্ট বসান। এ সময় একটি হলুদ রঙের পুরাতন মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-২৩-০৩৩৩১) ভর্তি সিলিকা বালুসহ আটক করা হয়।

আটককৃতরা হলো— উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে জসিম মিয়া (২৮) এবং মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৬)।

পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে নরসিংপুর বাজারসংলগ্ন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ কাজে তাদের সহযোগিতা করতো নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আব্দুল আলীর পুত্র মোঃ মামুন মিয়া(২৮),আরশ আলীর পুত্র জসিম উদ্দিন (৩৫) ও দ্বীনের টুক গ্রামের সাদ্দাম মিয়া (৩০)

পুলিশ জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ইজারাবিহীন নদী থেকে বালু উত্তোলন করে পরিবেশ ও ভূ-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে

দোয়ারাবাজারে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ট্রাকসহ দুইজন আটক Reviewed by প্রান্তিক জনপদ on 8/30/2025 05:43:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.